সমপ্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও দীপ্ত প্লে এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ দীপ্ত প্লে থেকে সাবস্ক্রিপশন ফ্রীত ৫০% ডিস্কাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি—এর খোরশেদ আলম, হেড অফ রিটেইল বিজনেস এবং দীপ্ত প্লে এর ফুয়াদ চৌধুরী, চীফ এক্সিকিউটিভ অফিসার, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্সের মোঃ তৌফিকুর রহমান, হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত), মোঃ রাজিউদ্দিন, হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস, মোহাম্মদ আব্দুল জলিল খান, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস; দীপ্ত প্লে এর মারিয়াম হক, প্রোগ্রাম কো—অর্ডিনেটর, মোহাম্মদ আবু নাসিম, হেড অফ ডিজিটাল মিডিয়া এবং দীপ্ত টিভির মোজাম্মেল হোসেন, হেড অব মার্কেটিং।