ঢাকা | বঙ্গাব্দ

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ

  • আপলোড তারিখঃ 24-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42597 জন
সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
স্পোর্টস ডেস্ক >>


এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেই খেলার মাঝপথেই গত ২২ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আর সেই মামলার পর এবার সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়া ও দেশে ফিরিয়ে এনে মামলার তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।


সাকিবের বিষয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়ার বিষয়ে আইনজীবী বলেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।’


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স