ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35949 জন
লংগদুতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ......................................
ad728

মো. রিয়াজ আহম্মদ, লংগদু উপজেলা প্রতিনিধি >>


রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার মালদ্বীপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু তাসলিমা আক্তার সোনাই এলাকার মালদ্বীপ গ্রামের বোটচালক কাদির হোসেনের ছোট মেয়ে।


কাদির হোসেন বলেন, ‘আমি বাজার থেকে এলে ওদের জন্য বিস্কুট নিয়ে আসি। ওরা খেতে খেতে পাশের রুমে খেলতে ছিল, আর আমি অন্য রুমে কাজ করতে ছিলাম। তখন ওদের আওয়াজ না শুনে মেজো মেয়েকে ডাক দিলে জিজ্ঞেস করলাম যে তাসলিমা কই। তখন সে বলে, নদীর ঘাটের দিকে গেছে। খোঁজ না পেয়ে হইচই শুরু করি। পরে তাকে আশপাশে খুঁজে না পেয়ে পানিতে খোঁজাখুজি করলে কিছুক্ষণ পর পানির নিচে পাওয়া যায়।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনর রশীদ বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।’


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স