ঢাকা | বঙ্গাব্দ

বেকারত্ব, চাকরিতে বয়সসীমা ও শিক্ষা ব্যবস্থায় সংস্কার

  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17473 জন
বেকারত্ব, চাকরিতে বয়সসীমা ও শিক্ষা ব্যবস্থায় সংস্কার ছবির ক্যাপশন: ......................................
ad728
অমিত হাসান >>

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি সংস্কার। আর সংস্কারের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আমাদের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট চিন্তা করা। চলমান পৃথিবীর দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবেশের সাথে আমাদেরকেও খাপ খাইয়ে নিতে হবে। আর সেজন্য আমাদের প্রয়োজন দক্ষ মানবসম্পদ তৈরি করা। প্রয়োজন যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ। 

বাংলাদেশের ১৬০ মিলিয়নের উপরে একটা বৃহৎ জনশক্তি আছে। যার অধিকাংশই আবার তরুণ। তারা সাহসী, পরিশ্রমী ও মেধাবী। কিন্তু দুঃখ - দারিদ্র্যের এই দেশে তারা নিজেদের মেলে ধরতে পারে না। পারে না পাখির মতো মুক্ত আকাশে বিচরণ করতে। ঘুষ, দুর্নীতি, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব ইত্যাদি এর প্রধান কারণ।  গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বণিক বার্তায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গত ৩ বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার! সম্ভবত পৃথিবীর খুব কম দেশেই এত অল্প সময়ে এত বিশাল পরিমাণ শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়। আর আমাদের দেশে এই মেধাবী তরুণরা গ্র্যাজুয়েশন কম্পলিট করেও চাকরির জন্য হা হুতাশ করে। 

তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন লোক গার্মেন্টসে গেলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি কাজে লাগছে না। কিন্তু এই জায়গাটাতে যদি মাধ্যমিক স্তর থেকেই কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়া হতো তাহলে ঐ একই লোকটা তাঁর মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে কাজ করতে পারতো। 

আমাদের দক্ষ জনশক্তি তৈরির জন্য এই মুহূর্তে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মাধ্যমিক স্তর থেকেই কর্মমুখী হতে হাতে, কলমে শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। একইসাথে বিদেশি ভাষা হিসেবে শুধুমাত্র ইংরেজি নয় আমাদের তরুণেরা প্রবাসে যে সকল দেশে কাজ করতে যায়, সে দেশের ভাষা শিক্ষারও সুযোগ তৈরি করা উচিত।  এক্ষেত্রে মাধ্যমিক স্তর থেকেই বাধ্যতামূলক ইংরেজির পাশাপাশি অন্য একটি ভাষা শিক্ষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখার সুযোগ প্রদান করা যায়। বিশেষ করে যেসব দেশে বাংলাদেশের জনশক্তির চাহিদা বেশি যেমন মধ্যপ্রাচ্য, কুরিয়া, চীন, জাপান ইত্যাদি দেশের ভাষা শিক্ষার প্রতি স্কুল থেকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পাশাপাশি পাঠ্যপুস্তকগুলোও হতে হবে যুগোপযোগী। আমাদের দেশের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক বিবেচনায়। বিদেশি কোনো তৃতীয় পক্ষের চাপে অপসংস্কৃতি আমদানি করে নয়৷ 

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় এরপরই গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের ইন্টারশিপে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্ররা যা শিখছে তা বাস্তব জীবনে প্রয়োগ কীভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন শেষ করার আগেই অন্তত কয়েক মাসের ইন্টারশিপের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন স্থানীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স চালু করা। যাতে শিক্ষার্থীরা সরাসরি কর্মসংস্থানে যুক্ত হতে পারে।

শিক্ষার্থীদের জন্য কার্যকর ক্যারিয়ার কাউন্সেলিং সেবাও প্রদান করা উচিত, যাতে তারা তাদের আগ্রহ ও দক্ষতার উপর ভিত্তি করে সঠিক পেশা বেছে নিতে পারে। পাশাপাশি প্রয়োজন শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা, যাতে তারা আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির সাথে পরিচিত হন এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা করতে পারেন।

সাম্প্রতিককালে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা নিয়েও আলোচনা হচ্ছে ব্যাপক। কিন্তু আমরা এরচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ওরকম কথাই বলছি না। আমাদের প্রথমে আলোচনা করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে সেশনজট দূর করা যায়। কীভাবে ২০ কিংবা ২২ বছরের মধ্যে একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কম্পলিট করতে পারে। চাকুরির বাজার অনুযায়ী পড়াশোনাকে কীভাবে রিডিজাইন করা যায়। যাতে পোস্ট গ্রাজুয়েশন করা ছাত্রকে জবের জন্য আবার নতুন করে ১-২ বছর পড়তে না হয়। চাকুরির পরীক্ষা পদ্ধতিকে আধুনিকায়ন করা। দুর্নীতি, প্রক্সি, প্রশ্ন ফাঁস, স্বজনপ্রীতি, রাজনৈতিকভাবে নিয়োগ ইত্যাদি সম্পূর্নরুপে বন্ধ করা। এগুলো বাস্তবায়ন না করে চাকরিতে বয়সসীমা বাড়ালে বেকারত্ব আরো বাড়তে পারে। তাই সরকারি চাকরি প্রত্যাশীদেরও উচিত চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হওয়ার আগের দিন পর্যন্ত গাইড বই নিয়েই পড়ে না থেকে  উদ্যোক্তা কিংবা বেসরকারি চাকরি বা ব্যবসার প্রতি আগ্রহী হওয়া।


আশা করি, নীতিনির্ধারকরা এ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।


লেখক: 
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম 

নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ