ফারহান আক্তার শারমিন
বলছি এক ডাইনির কথা, কান পেতে শোনো।
মুখের কথা মুখে রেখো লোকে না জানে যেন!
পুকুর পাড়ে, নদীর ধারে সাজনা গাছের তলে,
থাকে যে এক খেপা ডাইনি লোক সমাজে বলে।
চোরাচুন্নির নাতি সে যে বেড়াতে আসে মাসে,
দূর দূরান্ত ভ্রমণ করে খকখকিয়ে কাশে ।
রাতেরবেলা অন্ধকারে লোকের পিছু করে,
দিনেরবেলা ঘাড় মটকে গাছে ঝুলিয়ে মারে।
যদি কভু গাছের তলায় পায় একটি প্রাণ,
শাড়ির আঁচল ঝাপটে গলায় মারে হেচকা টান।
রাতের বেলা আটকেছে হাজার পথিকের পথ,
মাথায় সাজিয়েছে শত পোকা, একগুচ্ছ মথ।
হাতের কাকন ঝনঝনিয়ে নদীর পাড়ে হাটে,
শাড়ির আঁচল আচড়ে ফেলে কাদামাখা ঘাটে।
গোলাপ কাটার নূপুর পরে, গান গায় তাল গাছে,
পানা পুকুরের পাতার উপর এক পায়ে নাচে।
চুল কাটেনি দ'শ বছর, ইয়া লম্বা তার কেশর!
কোমরে তার তারের বেড়া আর পচা গাছের শেকড়।
মাঝে মাঝে দেখা যায় উঁচু কোনো বাঁশে,
বাঁশের পাতা আঁকড়ে ধরে ঠ্যাং ঝুলিয়ে হাসে।
দেখেছে মোর নানা-নানি, দেখেছে মোর দাদা,
তাইতো সবার সাজনা গাছের তলে যাওয়া বাধা।